নিউইয়র্কের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিউইয়র্কের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নিউইয়র্কের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ  © সংগৃহীত

দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে। দীর্ঘদিন ফেডারেল দুর্নীতির তদন্তের পর বুধবার (২৫ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

বিদেশিদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার অর্থ নেওয়া এবং প্রযুক্তির সহায়তায় প্রতারণা সহ পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘুষ দাবি এবং গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে তুরস্কের এক কর্মকর্তার কাছ থেকে বিনামূল্যে এবং খুবই কমে বিলাসী ভ্রমণ সুবিধা ভোগ করা। এই সুবিধা নিয়ে তিনি নিউইয়র্ক ফায়ার বিভাগকে কোনো পরিদর্শন ছাড়াই তুরস্কের একটি কনস্যুলার ভবনের ছাড়পত্র দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন।  

মেয়র অ্যাডামসকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করার আগে তার বাড়িতে স্থানীয় সময় বৃহস্পতিবার অভিযান চালায় এফবিআইয়ের সদস্যরা। ওই সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল বুধবার অ্যাডামস এক ভিডিও বার্তায় দাবি করেন মিথ্যা তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি এসব অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। [সূত্র: আলজাজিরা]


সর্বশেষ সংবাদ