ক্লাস চলাকালে ধসে পড়ল বিদ্যালয় ভবন, প্রাণ গেল ২১ জনের

নাইজেরিয়ার প্লাটু রাজ্যে ধসে পড়া বিদ্যালয় ভবন
নাইজেরিয়ার প্লাটু রাজ্যে ধসে পড়া বিদ্যালয় ভবন  © আলজাজিরা

নাইজেরিয়ায় উত্তর মধ্যাঞ্চণীয় প্লাটু রাজ্যে বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্লাস চলাকালে রাজ্যের দোতলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। 

রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের ভবন ধসে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২০ জন আটকা পড়েছে বলে আলজাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যদিও  বিদ্যালয় কর্তৃপক্ষ হতাহতের সংখ্যার বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু বলেনি।

রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস এক বিবৃতিতে বলেছেন, ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে দায়ী করা হয়েছে বিবৃতিতে। 

আরো পড়ুন: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে। আর রেডক্রসের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  ভবন ধসে অন্তত ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

খবরে বলা হেয়েছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভবনটিকে ঘিরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

সর্বশেষ সংবাদ