মধ্যরাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আগুন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১০:০৫ AM
পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) রাতে শহরের কৃষ্ণসায়র পরিবেশ কাননে আগুন লাগে। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এ পরিবেশ কাননের চাঁদনিঘাট সংলগ্ন গোডাউনে রাত ৯টার দিকে আগুন লাগলে ভোরে নিয়ন্ত্রণে আসে।
নিরাপত্তারক্ষীরা আগুন দেখতে পেয়ে দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভোরের দিকে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
জানা গেছে, কৃষ্ণসায়র পরিবেশ কাননের পুকুরে মাছ চাষের জিনিসপত্র রাখা হয়। আগুন লাগার সময় প্রচুর শুকনো কাঠ সেখানে ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দেয়। তবে দমকলের চেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি।
আরো পড়ুন: দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল
বিশ্ববিদ্যালয়ের কর্মী শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে পুকুরে মাছ চাষের বিভিন্ন সরঞ্জাম ছিল। সবই পুড়ে গেছে। আগুন লাগার কারণ পরিষ্কার নয়। দমকল ঠিক সময়ে না এলে আগুন ছড়িয়ে যেত। সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতো। খবর: আনন্দবাজার।