ক্লাস চলাকালে ঘণ্টা বাজলেই পানি পান করতে হবে শিক্ষার্থীদের

ভারতের ওড়িশায় স্কুলে ওয়াটার বেল চালু হয়েছে
ভারতের ওড়িশায় স্কুলে ওয়াটার বেল চালু হয়েছে  © এবিপি আনন্দ

ভারতের ওড়িশার স্কুলে স্কুলে চালু করা হয়েছে ‘ওয়াটার বেল’ বাজানোর ব্যবস্থা। গরমকালের দাবদাহে শিক্ষার্থীদের সুস্থ রাখতেই এ উদ্য়োগ নেওয়া হয়েছে। এর আগে কেরালায় শুরু হয়েছিল ‘ওয়াটার বেল’ বা পানির জন্য বিরতি। এটি শুরু করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এবার ওড়িশাতেও শুরু হল একই ব্যবস্থা। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওড়িশার স্কুলগুলোতে দিনের নির্দিষ্ট সময় ‘ওয়াটার বেল’ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এ নিয়মে দিনে তিনবার বেল বাজানো হবে। বেল বাজলেই শিক্ষার্থীদের পানি পান করতে হবে। তারা ঠিক সময়ে পানি পান করছে কি না তা দেখভাল করবেন শিক্ষকরা। সম্প্রতি এ নির্দেশ শিক্ষা দফতর থেকে পৌঁছে গেছে স্কুলে স্কুলে।

মার্চ-এপ্রিল থেকেই তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্য়েই আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ হতে পারে। এটি টানা এক সপ্তাহ চলতে পারে। এ অবস্থায় শরীর সুস্থ রাখতে কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়। সে পরামর্শের পরেই ওড়িশার তরফে এ সিদ্ধান্ত নেওয়া হলো। স্কুলে শিক্ষার্থীদের শরীর ভাল রাখতে ‘ওয়াটার বেল’ চালু হয়েছে। 

তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় শরীর ভালো রাখতে ‘ওয়াটার বেল’ চালুর নির্দেশ। তবে এ নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কি না, তার ওপরেও নজরদারি শুরু হয়েছে। ডেকান ক্রনিকল জানিয়েছে, এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে গেছে জেলা ব্লক অফিসে। জেলা শিক্ষা কর্মকর্তা ও ব্লকস্তরের কর্মকর্তাকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আরো পড়ুন: আরও ৭.৪ বিলিয়ন ডলার শিক্ষাঋণ মওকুফ বাইডেন প্রশাসনের

স্কুল চলাকালীন তিনবার বেল বাজাতে বলা হয়েছে। সকালে সাড়ে ৮টা, ১০টা ও ১১টায় বেল বাজাতে বলা হয়েছে। এ তিনটি সময় শিক্ষার্থীদের নিয়ম করে পানি পান করতে হবে। তবে শুধু স্কুলে নয়, বাইরেও জল খাওয়া জরুরি। সে বিষয়ে সচেতনতার কথাও বলা হয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের সে দায়িত্ব নিতে হবে বলে জানিয়ে দিয়েছে ওড়িশার স্কুল ও জনশিক্ষা দফতর।


সর্বশেষ সংবাদ