অপহৃত ৩০০ শিক্ষার্থীকে অক্ষত উদ্ধারের ঘোষণা নাইজেরিয়ার

অপহরণ হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের একটি ক্লাসরুম
অপহরণ হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের একটি ক্লাসরুম  © সিএনএন

নাইজেরিয়ায় অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থী ও কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সেখানকার কাদুনা রাজ্যের গভর্নরের কার্যালয় থেকে রোববার ২৪ মার্চ) এ কথা জানানো হয়েছে। উত্তরাঞ্চলের একটি বিদ্যালয় থেকে চলতি মাসে অপহৃত হয়েছিল তারা।

সিএনএন ও রয়টার্সের খবরে বলা হয়েছে, অপহরনের পর কিছু শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও ২৮৭ জন নিখোঁজ ছিল। এর মধ্যে অন্তত ১০০ জন প্রাথমিক এবং অন্যরা মাধ্যমিক পর্যায়ের। শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে ৬ লাখ ২০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল বন্দুকধারীরা। 

আরো পড়ুন: ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯

তবে মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই অপহৃতদের উদ্ধার করা হলো। তাদের কোনও ধরনের ক্ষতি হয়নি। গত ৭ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের কুরিগা শহর থেকে তাদের অপহরণ করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ