একদিন বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের শত শত স্কুল

যুক্তরাষ্ট্র ও কানাডায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আগামী ৮ এপ্রিল
যুক্তরাষ্ট্র ও কানাডায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আগামী ৮ এপ্রিল  © হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কিছু অংশে আগামী মাসে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এতে ৮ এপ্রিল (সোমবার) অন্ধকার হয়ে আসবে দেশ দু’টির অনেক এলাকা। সে কারণে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের কয়েকশ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে। এরপর ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকে যাবে। এ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ। অনেকে দূরদূরান্ত থেকে এসে তা দেখবেন।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ারসহ কিছু এলাকায় দেখা যাবে সূর্যগ্রহণ। এদিন অনেক স্কুল বন্ধ থাকবে বলে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: নিট পরীক্ষা ছাড়াই মেডিকেলে ভর্তি শিক্ষার্থী, স্বীকার ভারতীয় কলেজের

কিছু স্কুলে ক্লাস হবে অনলাইনে। শিক্ষার্থীদের মধ্যে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা বিতরণ করা হবে। টেক্সাসের বাসিন্দাদের বাড়তি খাবার কিনে রাখতে বলা হয়েছে। পর্যটকদের ভিড়ে স্থানীয়দের খাবারে টান পড়তে পারে, এমন শঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

যদিও এ দৃশ্য দেখার বিষয়ে সতর্ক করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছে, সূর্যগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া অনেক মানুষের সমাগম হওয়ায় যানজটসহ নানান সমস্যা দেখা দিতে পারে।


সর্বশেষ সংবাদ