দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে

নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে
নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে  © টাইমস অব ইন্ডিয়া

ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধই থাকছে। শীতে বৈরী আবহাওয়ার কারণে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১২ জানুয়ারি পর্যন্ত স্কুলে যেতে হবে না। শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা এ ঘোষণা দিয়েছেন।

শীতকালীন ছুটি বাড়ানোর আদেশ বাতিলের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুলের শীতের ছুটি বাড়ানো হয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত।

এক কর্মকর্তা বলেন, আদেশে ত্রুটি ছিল। শীতকালীন ছুটি সংক্রান্ত আরও আদেশ যথাসময়ে জারি করা হবে। সেখানে বলা হয়, ৬ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে লন্ডন

দিল্লির বাসিন্দার আরও একটি দিন কুয়াশাচ্ছন্ন অবস্থায় কাটিয়েছে। দিনের তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে রোববার (৭ জানুয়ারি) ভোরে নেমে যায় ৮ দশমিক ৯ ডিগ্রিতে।


সর্বশেষ সংবাদ