প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরাল পাকিস্তান

প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরাল পাকিস্তান
প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরাল পাকিস্তান  © সংগৃহীত

পাকিস্তানের লাহোরে প্রথমবারের মতো ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। রাজ্যটিতে বাতাসের বিষাক্ততা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। বিপজ্জনক মাত্রার দূষণ মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির প্রাদেশিক সরকার। শনিবার (১৬ ডিসেম্বর) রাজ্যটির পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে কুয়াশায় ঢেকে আছে লাহোর। দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে বৃষ্টি ঝরানোর উপকরণ মেঘে ছিটিয়ে দেয়।

পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান উপহার হিসেবে পেয়েছে। এদিনের পদক্ষেপে লাহোরের অন্তত ১০টি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

কিছুদিন ধরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ায় লাহোরের আবহাওয়া খারাপ হতে থাকে। সাধারণ মানুষ বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এমন সময়ে কৃত্রিম বৃষ্টি নামানোয় লাহোরে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বায়ু দূষণ অনেকটাই কমিয়ে দিয়েছে কৃত্রিম বৃষ্টি। এজন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।


সর্বশেষ সংবাদ