ইসরায়েলকে সামরিক সহায়তা করায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ

জশ পল
জশ পল  © সংগৃহীত

ইসরায়েলকে আমেরিকার সামরিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কারণে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা। দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর একজন পরিচালক জশ পল বুধবার অনলাইনে প্রকাশিত একটি নোটে তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।

তিনি লিখেছেন, মার্কিন প্রশাসন কয়েক দশক ধরে ওয়াশিংটনের একই ভুলের পুনরাবৃত্তি করছে। ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সেই প্রতিক্রিয়া ও দখলদারির স্থিতাবস্থার জন্য মার্কিন সমর্থন কেবল ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য আরও গভীর দুর্ভোগের দিকে পরিচালিত করবে।

তিনি আরও লিখেছেন, ‘আমার ভয়, আমরা বিগত দশকগুলোতে একই ভুলগুলোর পুনরাবৃত্তি করছি এবং আমি আরো দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে অস্বীকার করছি।’

তিনি বলেছেন, মার্কিন-সমর্থিত গাজা যুদ্ধ ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয়ের জন্যই আরো দুর্ভোগের কারণ হবে।

তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের এক পক্ষের জন্য অন্ধ সমর্থন এমন নীতিগত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে, যা অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য এবং প্রকাশ্যে সমর্থন করা মূল্যবোধের বিপরীত।

১১ বছরেরও বেশি সময় ধরে মার্কিন মিত্রদের কাছে অস্ত্র হস্তান্তরের সঙ্গে জড়িত জশ পল। তাঁর নোটের শেষে তিনি লিখেছেন, ‘আমি আজ চলে যাচ্ছি।’


সর্বশেষ সংবাদ