ডলার সংকট: পাকিস্তান থেকে হজে যাওয়া বন্ধ

  © আল-জাজিরা

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক সংকটের কারণে এ বছর পবিত্র হজব্রত পালন করতে পারছেন না পাকিস্তান। দেশটির জন্য সৌদি আরবের দেয়া কোটাও ফিরিয়ে দিয়েছে পাক সরকার। পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। খবর পাকিস্তান অবজার্ভারের। 

দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, পাকিস্তানের জন্য ৮ হাজার হজ কোটা বরাদ্দ রেখেছে সৌদি আরব। কিন্তু এ বছর সেই কোটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। 

এ বিষয়ে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হজ কোটা অনুযায়ী লোক পাঠালে সরকারের ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয় বাঁচানোর জন্য সরকার এবার কাউকেই পাকিস্তান থেকে হজে পাঠাচ্ছে না। পাকিস্তান সরকার অবশ্য আগেই বলেছিল হজ আবেদনকারীদের জন্য এ বছর কোনো ব্যালটিং হবে না।

এদিকে, পাক সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির চরম মুদ্রাস্ফীতির চিত্রই সামনে এলো। জানা গেছে, পাকিস্তানের সরকার এখন বেসরকারি হজ অপারেটরদের জন্য অব্যবহৃত হজ কোটা বরাদ্দ করার পরিকল্পনা করছে। তবে তা কতটুকু বাস্তবায়িত হবে তা জানা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ