সিরিয়ায় আইএসআইএসের হামলা, নিহত ৫৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ AM
সিরিয়ায় সন্ত্রাসবাদী সংগঠনের হামলায় অন্তত ৫৩ বেসামরিক সিরীয় নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের মরু প্রদেশ হোমসে এই হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এই হামলার জন্য দায়ী।
তবে সিরিয়া সরকারের পক্ষ থেকে এই দাবি করা হলেও আইএসআইএসের পক্ষ থেকে এখনও এই হামলার দায় স্বীকার করার কোনও খবড় পাওয়া যায়নি।
এ বিষয়ে পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানান, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনা। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইবির ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে কর্তৃপক্ষ
এএফপি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার মধ্য, উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলে ট্রাফল সংগ্রহের সময় নারী ও শিশুসহ অনেক লোককে হত্যা করা হয়েছে। আইএসআইএস সিরিয়ায় নারী ও শিশুদের ব্যাপকভাবে টার্গেট করে হত্যা করছে। বিশেষ করে সিরিয়ার মধ্য ও উত্তারাঞ্চলের মরু এলাকায় এসব হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। শুক্রবারের হামলার আগে, গত ১১ ফেব্রুয়ারি (শনিবার) একই এলাকায় চোরাচালানকারীদের লক্ষ্য করে একই ধরনের হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সর্বশেষ, সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চার মার্কিন সেনা এবং মার্কিন বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত এক কুকুর আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি)আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও হোয়াইট হাউস।