চীন ও ভারতের সেনাবাহিনীর মাঝে আবারও সংঘর্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২১ AM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২১ AM
ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দুইটির বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন। তবে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের মতোই অরুণাচলের তাওয়াং সেক্টরে দ্বিপাক্ষিক সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।
আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে সময় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে। সেই সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন।
দেশটির সেনাসূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান ‘সামান্য আহত’ হন। তবে ঠিক কতজন চীনা সেনা হতাহত হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি।
রিপোর্ট, অন্তত ৩০০ চীনা সেনা তাওয়াংয়ের ওই সেক্টরে অনুপ্রবেশ করে। তবে ভারতীয় সেনা প্রস্তুত থাকায় চীনা সেনারা সুবিধা করতে পারেনি। পরবর্তীতে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে ‘সেনা পেছানো’ (ডিসএনগেজমেন্ট)-র বিষয়ে ঐকমত্য হয়। ইতোমধ্যে তা কার্যকরও হয়েছে।
এর আগে গালওয়ান ভ্যালিতে ২০২০ সালে জুনে দেশ দুইটির বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। অন্যদিকে ৪০ জনের বেশি চীনা সেনা হতাহত হয় বলে দাবি করে ভারত।