সিএনবিসির জরিপ

সবচেয়ে বেশি অনুশোচনায় ভোগেন যে ১০ বিষয়ের স্নাতকরা

অনেক বিষয়ে পড়ে অনুশোচনায় ভোগেন শিক্ষার্থীরা
অনেক বিষয়ে পড়ে অনুশোচনায় ভোগেন শিক্ষার্থীরা  © ইন্টারনেট

বিশ্ববিদ্যালয় বা স্নাতক পর্যায়ের কলেজে অসংখ্য সাবজেক্টের ভিড়ে কোনটি পড়বেন তা নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। তবে শেষ পর্যন্ত নানা বিবেচনায় কিছু বিষয় গুরুত্ব পায় বেশি। অবশ্য অনেক ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বেড়াজালে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ মেলে না। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বিষয়েই ভর্তি হতে হয়। তবে এসব বিষয়ের মধ্যে অনেকগুলোতে পড়ে অনুশোচনায় ভোগেন শিক্ষার্থীরা।

এ ধরনের একটি জরিপের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি। সেখানে সবচেয়ে অপছন্দের ১০টি বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে সাংবাদিকতা বিভাগ। আর পছন্দের ১০টি বিভাগের তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে সবার ওপরে রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও তথ্য-বিজ্ঞান।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক শিক্ষার্থীর অভিভাবক চার বছরের স্নাতক ডিগ্রি কোনও কাজে লাগবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির গুরুত্ব দিন দিন কমছে। এর পরিবর্তে ক্যারিয়ারভিত্তিক ট্রেইনিং গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন বেসরকারি কোম্পানি, বিশেষ করে আইটি কোম্পানিগুলো আবেদনে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দিয়ে দক্ষ জনশক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। 

স্নাতক ডিগ্রির বিষয়ের ওপর ভিত্তি করে কর্মজীবনে পারিশ্রমিক নির্ধারণ হচ্ছে। অন্যান্য বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রিধারীরা বেশি অর্থ উপার্জন করছেন। স্বাস্থ্য এবং ব্যবসায় শিক্ষাভিত্তিক সাবজেক্টে পড়ুয়া শিক্ষার্থীরাও ভালো উপার্জন করছেন। 

সম্প্রতি জিপ রিক্রুইটার এ সংক্রান্ত একটি জরিপ চালিয়েছে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ওপর। তারা পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে রয়েছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশই নিজেদেই সাবজেক্ট নিয়ে অনুশোচনা করেন। 

সমীক্ষা অনুযায়ী যে দশটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা বেশি অনুশোচনায় ভোগেন, সেগুলো হলো- সাংবাদিকতা, লিবারেল আর্টস ও সাধারণ শিক্ষা, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ, শিক্ষা, মার্কেটিং বা গবেষণা, মেডিকেল বা ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রাষ্ট্রবিজ্ঞান বা সরকার নীতি, জীববিজ্ঞান এবং ইংরেজি সাহিত্য।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, ভাতাসহ আসা যাওয়ার-খরচ ফ্রি 

৮৭ শতাংশ সাংবাদিকতার শিক্ষার্থী তাদের সাবজেক্ট নিয়ে আফসোস করেন। সামাজিক বিজ্ঞান এবং লিবারেল আর্টস এর ৭২ শতাংশ শিক্ষার্থী তাদের বিষয় নিয়ে হতাশ। যোগাযোগ ও শিক্ষা যথাক্রমে ৬৪ ও ৬১ এবং মার্কেটিংয়ের শিক্ষার্থীরা ৬০ শতাংশ হতাশায় ভোগেন। এ ছাড়া মেডিকেল, রাষ্ট্র বিজ্ঞান, জীববিজ্ঞান এবং ইংরেজি সাহিত্যে যথাক্রমে ৫৮, ৫৬, ৫২ শিক্ষার্থী নিজের সাবজেক্টে খুশি নয়।   

জিপ রিক্রুইটার সবচেয়ে পছন্দের বিষয়গুলো নিয়েও সমীক্ষা চালিয়েছে। এতে দেখা গেছে, ৭২ শতাংশ শিক্ষার্থী কম্পিউটার বিজ্ঞানে পড়তে আগ্রহী। ৭২ শতাংশের পছন্দ অপরাধ বিজ্ঞান বিভাগ। নার্সিং, স্বাস্থ্য, বিজনেস এডমিনিস্ট্রেশনের বিষয়ে আগ্রহ যথাক্রমে ৬৯, ৬৭ ও ৬৬ শতাংশ শিক্ষার্থীর। এ তালিকায় আরও রয়েছে ফিন্যান্স, মনোবিজ্ঞান, নির্মাণ সংক্রান্ত ও মানবসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো।

এরমধ্যে কম্পিউটার বিজ্ঞান বিভাগে শুরুর বেতন সবচেয়ে বেশি প্রায় এক লাশ ডলার। এ পরিমাণ অর্থ পেয়ে প্রায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন। অপরাধ বিজ্ঞান, প্রকৌশলী, নার্সিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ফিন্যান্সের ছাত্ররাও তাদের বিষয় নিয়ে সন্তুষ্ঠ।


সর্বশেষ সংবাদ