বিক্ষোভে রানির মতো পোশাক পরায় ২ বছরের কারাদণ্ড!

থাইল্যান্ডে এক বিক্ষোভকারী
থাইল্যান্ডে এক বিক্ষোভকারী  © রয়টার্স

থাইল্যান্ডে এক বিক্ষোভকারী একটি বিক্ষোভে হাজির হয়েছিলেন রানির মতো পোশাক পরে। এই পোশাক পরে তিনি দেশটির রাজতন্ত্রকে তিরস্কার করেছেন বলে মত দিয়েছেন থাইল্যান্ডের আদালত। ওই নারীর নাম জাতুপর্ন সাইউয়েং। তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভে ওই অধিকারকর্মী গোলাপী রঙের জামা পরে আসেন। তবে ২৫ বছর বয়সী জাতুপর্ন সাইউয়েং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, তিনি থাই ঐতিহাসিক পোশাক পরেছিলেন, এর বাইরে আর কিছু নয়।

থাই রাজার স্ত্রী রানি সুথিদাকেও জনসমাগমে সিল্কের পোশাক পরে থাকেন।  রাজপরিবারের সদস্যদের মাথার ওপর ছাতা ধরে রাখারও প্রচলনও আছে নানা অনুষ্ঠানে। ওই বিক্ষোভে তিনি অনেকটা এমন ভঙ্গিতেই ফ্যাশন শো’র মতো করে  হেঁটেছিলেন।

২০২০ সালের নভেম্বর থেকে কমপক্ষে ২১০ জন বিক্ষোভকারীকে অভিযুক্ত করা হয়েছে কেবল রাজপরিবারকে অবমাননাসংক্রান্ত আইনে।

সূত্র: বিবিসি


সর্বশেষ সংবাদ