৩ দাবিতে এনটিআরসিএ চেয়ারম্যানকে প্যানেল প্রত্যাশীদের স্মারকলিপি

প্যানেল প্রত্যাশীদের অনশন
প্যানেল প্রত্যাশীদের অনশন  © টিডিসি ফটো

এক আবেদনের সকল নিবন্ধনধারীদের ক্রমানুসারে নিয়োগের দাবিসহ ৩ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্যানেল প্রত্যাশীরা

বুধবার (৮ জুন) প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের পক্ষে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। 

স্মারকলিপিতে তারা জানান, ‘‘এনটিআরসিএ এর সফলতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী শিক্ষক পাচ্ছে এবং সরকারের উন্নত শিক্ষাক্রম বাস্তবায়ন সহজতর হচ্ছে। ইতোমধ্যে এনটিআরসিএ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কয়েক হাজার নিবন্ধনধারীকে নিয়োগ দিয়ে শিক্ষক হওয়ার সুয়োগ করে দিয়েছেন। যেহেতু ১-৫ তম, ৬-১২ তম এবং ১৩-১৬ তম পর্যন্ত তিনবার ৩ ভাবে নিবন্ধন পরীক্ষা হয়েছে তাই সকল নিবন্ধনধারীদের চাকরি নিশ্চিতকরণের এবং নিয়োগ প্রক্রিয়া সহজীকরণে আমরা ৩টি দাবি পেশ করছি।’’

আরও পড়ুন: জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই

১। ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা করা যা ইতোমধ্যে শিক্ষামন্ত্রী মহোদয় করবেন বলে ঘোষণা
দিয়েছেন।
২। বর্তমান নিবন্ধন সনদপ্রাপ্ত সকলের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা।
৩ । এক আবেদনে সকল নিবন্ধনধারীদের (১-১৬ তম) ক্রমানুসারে প্যানেল করে নিয়োগ প্রদান করা।
আপনার নিকট


সর্বশেষ সংবাদ