ভুল পদে সুপারিশপ্রাপ্তদের ২৬ জুনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভুল পুদে সুপারিশপ্রাপ্তদের আগামী ২৬ জুনের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১৮ মে) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামন) কাজী কামরুল আহ্‌ছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘৩য় নিয়ােগ বিজ্ঞপ্তির আওতায় যারা এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যােগদান করেছেন কিন্তু পদ সংক্রান্ত জটিলতা, জাতীয়করণ, ভুল চাহিদা ইত্যাদি কারণে এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে কোনাে শিক্ষা প্রতিষ্ঠানে যােগদান করতে পারেননি, তাদেরকে আগামী ২৬ জুন বিকেল ৫টোর মধ্যে
নিম্নবর্ণিত হক অনুসারে প্রয়ােজনীয় তথ্য প্রমানসহ এনটিআরসিএ’র কার্যালয়ে সরাসরি আবেদনপত্র পৌঁছানাের জন্য অনুরােধ করা হলো।’’

আরও পড়ুন: ৩১০টি আবেদন করেও শিক্ষক হতে পারছেন না ভারতী

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘‘আবেদনপত্রের সাথে এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত নিয়ােগ সুপারিশপত্র, যে আবেদনের ভিত্তিতে নিয়ােগ সুপারিশ পেয়েছেন সে আবেদনপত্র বা এপ্লিকেন্টস কপি এবং এনটিআরসিএ’র নিবন্ধন সনদের কপি দাখিল করতে হবে। যারা উক্ত বিষয়ে ইতঃপূর্বে এনটিআরসি-তে আবেদন করেছেন, তাদেরকেও উল্লিখিত ছক অনুযায়ী তথা/প্রমানসহ পুনরায় আবেদন করার জন্য অনুত্তোধ করা হলো।’’


সর্বশেষ সংবাদ