১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা নিয়ে যা বললেন বিদায়ী চেয়ারম্যান

মো. আশরাফ উদ্দিন
মো. আশরাফ উদ্দিন   © ফাইল ফটো

১৬তম নিবন্ধনের অবশিষ্ট মৌখিক পরীক্ষা নেয়ার বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নতুন চেয়ারম্যান এসে পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।

সোমবার (২৪ মে) এনটিআরসাইট ছিল তার শেষ কর্ম দিবস। বিদায়ের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা ১৬তম নিবন্ধন পরীক্ষার ভাইভা প্রায় শেষ করে ফেলেছিলাম। করোনার মধ্যে ঝুঁকি নিয়েও আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে মৌখিক পরীক্ষার কাজ করেছেন। তবে করোনার বিস্তার রোধে সরকার যখন লকডাউন ঘোষণা করে তখন ভাইভা স্থগিত করা হয়। এই বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আশা করছি নতুন চেয়ারম্যান এসে এই বিষয়ে পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন: বিদায় নিলেন এনটিআরসিএ চেয়ারম্যান, রেজাল্ট দিতে না পারায় আক্ষেপ

গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে গণবিজ্ঞপ্তির কাজ প্রায় শেষ করেছি। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় রেজাল্ট প্রকাশ করতে পারিনি। আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত এখন আর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান আরও বলেন, রেজাল্ট প্রকাশ করতে না পারলেও আমরা সব কাজ শেষ করেছি। এই কাজ শেষ করতে পারা আমার জীবনের অন্যতম সফলতা। নতুন চেয়ারম্যানের জন্য আমরা সব কাজ গুছিয়ে রেখেছি। আদালতের নির্দেশনা পাওয়ার পর উনি খুব দ্রুতই রেজাল্ট দিতে পারবেন।


সর্বশেষ সংবাদ