১৭তম নিবন্ধনের মেধাতালিকা ও সনদ নিয়ে যা জানা গেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের এখন জাতীয় মেধাতালিকায় যুক্ত করা হবে। একই সাথে তাদের সনদও দেওয়া হবে। 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের সনদ তৈরির কাজ শুরু হয়েছে। একই সাথে উত্তীর্ণদের তথ্য টেলিটকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চলতি জানুয়ারি মাসের মধ্যে এ দুটি কাজ শেষ করা হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করবে টেলিটক। আমরা খুব দ্রুত টেলিটকের সঙ্গে এ বিষয়ে কথা বলব। এছাড়া উত্তীর্ণদের সনদ তৈরির কাজও শুরু হয়েছে। এটি প্রিন্ট করে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হবে। 

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ