আবেদনের সময় বাড়ল ২৪৭ শিক্ষক নিয়োগের

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি আজ বুধবার এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর চাহিদার ভিত্তিতে শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে গত ১১ জুন জারীকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪৭টি শূন্য পদে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন (e- Application) আহবান করা হয়। e-Application জমা প্রদানের শেষ তারিখ ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। প্রার্থীদের আবেদনের সুবিধার্থে উক্ত সময়সীমা আগামী ২০ জুলাই রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের পর আর কোন e Application গ্রহণ করা হবে না।’’


সর্বশেষ সংবাদ