চতুর্থ গণবিজ্ঞপ্তি: শূন্য পদের তথ্য যাচাইয়ের সময় বাড়তে পারে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করছে তিন অধিদপ্তর। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শূন্য পদের তথ্য যাচাইয়ের সময় পাবে অধিদপ্তরগুলো। নির্ধারিত সময়ের মধ্যে যাচাইয়ের কাজ শেষ না হলে সময় আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এই তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হচ্ছে। অক্টোবরের শুরু থেকে তথ্য যাচাই শুরু হলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। 

ওই সূত্র আরও জানায়, আগামী রোববার (১৬ অক্টোবর) শূন্য পদের তথ্য যাচাইয়ের সময়সীমা শেষ হবে। কাজের অগ্রগতি দেখে তথ্য যাচাইয়ের সময় এক সপ্তাহ নাকি দুই সপ্তাহ বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রোববারই সময় বাড়ানোর বিষয়ে নোটিশ জারি করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১৬ অক্টোবর পর্যন্ত শূন্য পদের তথ্য যাচাইয়ের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে তথ্য যাচাইয়ের সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে রোববার বিস্তারিত জানাতে পারবো।

অক্টোবরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, এটি নির্ভর করছে অধিদপ্তরগুলোর ওপর। অধিদপ্তরগুলো সঠিক সময়ে তথ্য যাচাই করতে পারলে সম্ভব হবে। না হলে সম্ভব হবে না।


সর্বশেষ সংবাদ