১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আয়োজনের অনুমতি মেলেনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৬:৩৬ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২২, ০৬:৩৬ PM
বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রিলি পরীক্ষার অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও পাঠিয়েছে সংস্থাটি। তবে সেই প্রস্তাবে এখনো অনুমোদন মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ ও ২৪ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তাবনা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠিয়েছে এনটিআরসিএ। চলতি মাসের শুরুর দিকে এই প্রস্তাবনা পাঠানো হলেও এখনো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদান মেলেনি।
মন্ত্রণালয় বলছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের বাইরে থাকার কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এছাড়া যে তারিখে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে সে সময় অন্য কোনো পাবলিক পরীক্ষা আছে কিনা সেটিও তারা দেখছেন। সবকিছু মিলেই সিদ্ধান্ত নেবেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসিএ’র প্রস্তাবনা আমরা পেয়েছি। তবে আমাদের হাতে অনেক কাজ। এমপিও আপিলের নিষ্পত্তিসহ বেশ কিছু কাজ রয়েছে। এই কাজগুলো শেষ হওয়ার পর ১৭তম নিবন্ধনের পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে প্রায় তিন বছর ধরে পরীক্ষার অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। তারা বলছেন, এনটিআরসিএ প্রস্তাব পাঠিয়েই তাদের কাজ শেষ করেছে। মন্ত্রণালয়কে এ বিষয়ে আর কোনো তাগাদা দেওয়া হচ্ছে না।
প্রার্থীরা জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ২৩ জানুয়ারি। তিন বছর হতে চললেও এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। যারা এই নিবন্ধনে আবেদন করেছিল তাদের অনেকেরই বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে গেছে। অনেকের বয়স ৩৫ বছরের কাছাকাছি। এই অবস্থায় দ্রুত পরীক্ষা না নেওয়া হলে অনেকেরই শিক্ষক হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিসেম্বরের শেষ দিকে ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আয়োজনে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। তারা এখনো আমাদের প্রস্তাবে অনুমোদন দেয়নি। অনুমতি পেলে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন আবেদন করে। ওই বছরেরই ১৫ ও ১৬ মে এটির প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পর ওই বছরের ২৬ এপ্রিল পরীক্ষা দুটি স্থগিত করা হয়। করোনার প্রকপ কমে গেলেও এখনও পরীক্ষা আয়োজন করতে পারেনি এনটিআরসিএ।