ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

ইউরোপে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে
ইউরোপে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরাসমাস মুন্ডাস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৬ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের অন্তত দুই বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মার্চ ২০২৬।

ইরাসমাস মুন্ডাস ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত বিশ্ব স্বীকৃত একটি মর্যাদাপূর্ণ ও উচ্চমাত্রায় প্রতিযোগিতামূলক স্কলারশিপ কর্মসূচি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বিত মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;

*স্বাস্থ্যবিমা;

*ভ্রমণ ও ভিসা খরচ;

*জীবনযাত্রার ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও

*২০২৬ সালের ১ আগস্টের মধ্যে স্নাতকের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে;

*সেপ্টেম্বর/অক্টোবরে গ্রিসে শুরু হওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে সক্ষম হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র 

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*মোটিভেশনাল লেটার;

*সুপারিশপত্র;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP);

*জীবনবৃত্তান্ত (সিভি); 

*পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র;

*ইংরেজি দক্ষতার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মার্চ ২০২৬।