স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

হাঙ্গেরিতে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই
হাঙ্গেরিতে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে হাঙ্গেরি। ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ প্রদান করবে দেশটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৬।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। প্রতিবছর ৯০টিরও বেশি দেশ থেকে প্রায় ৬০ হাজার আবেদন জমা পড়ে, যার মধ্যে সেরা শিক্ষার্থীরা নির্বাচিত হন। বর্তমানে ১১ হাজারের বেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয় ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেষে গড়ে ওঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করার সুযোগ রয়েছে। এছাড়া হাঙ্গেরির শতকরা ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে ও এই ভাষায় কথা বলতে পারে। সুতরাং খুব সহজেই ইংরেজি ভাষায় যোগাযোগ করা যায়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালীন সময়ে প্রতিবছর ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট প্রদান করবে। এবং পিএইচডির জন্য দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

*বিনা মূল্যে আবাসন সুবিধা;

*স্বাস্থ্যবিমা;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

অধ্যয়নের বিষয়

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে ৮০০টির বেশি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও আইটি, হেলথ সায়েন্স, ইকোনমিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স এবং আরও অনেক কিছু। এ ছাড়া কৃষি, বায়োটেকনোলজি, খাদ্যনিরাপত্তা, আর্টস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টসহ আরও বহু বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে;

*ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রিধারী হতে হবে;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*গবেষণা প্রস্তাব (স্নাতক);

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।