মেক্সট স্কলারশিপে পড়াশোনার সুযোগ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে, থাকছে যেসব সুবিধা

মেক্সট স্কলারশিপে জাপানে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
মেক্সট স্কলারশিপে জাপানে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। স্কলারশিপটির কেতাবি নাম মেক্সট স্কলারশিপ। বাংলাদেশসহ জাপানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর ২০২৫।

টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এখানে ১০টি ফ্যাকাল্টিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার মধ্যে দুই হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। কিউএস ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ২৪তম এবং টোকিওর শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান করছে।

‘মেক্সট’ স্কলারশিপ কী? 

জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট।

১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এ স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। এ স্কলারশিপের জন্য ভিসা পেলে ভিসায় লেখা থাকে ‘গভট. স্কলার’। মেক্সট স্কলারশিপের মূল উদ্দেশ্য শুধু উচ্চশিক্ষা প্রদান নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে জাপান ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*মাসিক ভাতা হিসেবে স্নাতকোত্তরে ১৪৪,০০০ ইয়েন ও পিএইচডিতে ১৪৫,০০০ ইয়েন প্রদান করবে;

*অতিরিক্ত ভাতা হিসেবে ২,০০০–৩,০০০ ইয়েন (গবেষণাভেদে) প্রদান করবে;

*নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত খরচ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরকের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডির জন্য চার বছরের স্নাতক ও এক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতা স্কোর জমা দিতে হবে;

*আবেদনকারীকে ‘Student’ ভিসা নিয়ে নির্ধারিত তারিখে জাপানে যেতে হবে;

*পূর্বে মেক্সট বৃত্তি পাওয়া থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না;

*আবেদনকারী বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়নরত হওয়া যাবে না;

*জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্টের কপি;

*আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে);

*গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস;

*ডিনের সুপারিশপত্র;

*পাসপোর্ট সাইজের ছবি।

*পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট;

*ভাষাগত দক্ষতার প্রমাণ;

*থিসিসের সারসংক্ষেপ;

*স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অব লুসানে, টিউশন ফি-সহ দেবে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫।