বিদেশে উচ্চশিক্ষা
জেনে নিন ছয়টি দেশ সম্পর্কে যেখানে খরচ কম কিন্তু সুযোগ বেশি
- টিডিসি ডেস্ক
- ১৬ অক্টোবর ২০২৫, ১৭:১৯
বিদেশে উচ্চশিক্ষা এখন অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। তবে অনেক সময় বেশি খরচের কারণে সে স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। কিন্তু কিছু দেশ আছে যেখানে কম খরচেও মানসম্মত পড়াশোনা, পার্ট-টাইম জব ও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে।
বর্তমানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ইউরোপের কয়েকটি দেশ এবং দক্ষিণ কোরিয়াও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বশেষ আন্তর্জাতিক শিক্ষা পোর্টাল ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ছয়টি দেশের খরচের তুলনামূলক ধারণা নিচে দেওয়া হলো।
১. হাঙ্গেরি
বর্তমানে ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী শিক্ষাগন্তব্যগুলোর একটি হাঙ্গেরি। বেশির ভাগ সাধারণ কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বছরে ১,২০০ থেকে ৫,০০০ ইউরো পর্যন্ত। উদাহরণস্বরূপ বুদাপেস্ট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমেস্টারে গড়ে ২,৭০০–৪,৯০০ ইউরো ফি ধার্য করা হয়েছে।
তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাগত কোর্সে ফি ১২,০০০ থেকে ১৬,০০০ ইউরো পর্যন্ত হতে পারে। জীবনযাপন খরচ শহরভেদে বছরে প্রায় ৪,০০০ থেকে ৮,০০০ ইউরো পর্যন্ত পড়ে।
সরকারি “Stipendium Hungaricum Scholarship” এর আওতায় অনেক শিক্ষার্থী সম্পূর্ণ বিনা টিউশনে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
২. পোল্যান্ড
পোল্যান্ডে পড়াশোনার পাশাপাশি জীবনযাত্রার খরচ তুলনামূলক কম। প্রতি মাসে একজন শিক্ষার্থীর গড়ে ৩৩০–৪৫০ ইউরো খরচ হয়, অর্থাৎ বছরে প্রায় ৪,০০০–৬,০০০ ইউরো। বিশ্ববিদ্যালয়ভেদে টিউশন ফি সাধারণত ২,০০০–৭,০০০ ইউরোর মধ্যে থাকে।
বড় শহর যেমন ওয়ারশ বা ক্রাকোতে খরচ কিছুটা বেশি, তবে ছোট শহরে অনেক কম খরচে থাকা সম্ভব।
/New%20Project%20-%202025-10-16T171738-084.jpg)
৩. চেক রিপাবলিক
চেক রিপাবলিকে সরকারি বিশ্ববিদ্যালয়ে চেক ভাষায় পড়াশোনা করলে ফি প্রায় নেই বললেই চলে। ইংরেজি মাধ্যমে কোর্সে টিউশন ফি বছরে ১,০০০–৬,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
প্রাগ ও ব্রনো শহরে মাসিক জীবনযাপন খরচ গড়ে ৫০০–৭৫০ ইউরো।
স্টুডেন্ট ভিসায় পার্ট-টাইম কাজের সুযোগও রয়েছে, যা খরচ সামলাতে সাহায্য করে।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
৩. লিথুয়ানিয়া
লিথুয়ানিয়ায় টিউশন ফি তুলনামূলক কম—গড়ে ২,০০০ থেকে ৬,০০০ ইউরো প্রতি বছর। মাসিক জীবনযাত্রার খরচ ৩৫০–৭৫০ ইউরো। অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি কোর্সে IELTS ছাড়াও বিকল্প ভর্তি মূল্যায়ন গ্রহণ করছে। পার্ট-টাইম কাজের সুযোগও রয়েছে, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা।
৪. স্লোভেনিয়া
স্লোভেনিয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানীয়দের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ পান।
টিউশন ফি সাধারণত ১,৫০০–৫,০০০ ইউরো প্রতি বছরে।
জীবনযাপন খরচ শহরভেদে ৪০০–৭০০ ইউরো প্রতি মাসে।
এ ছাড়া পার্ট-টাইম কাজের সুযোগ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
৫. রোমানিয়া
রোমানিয়ায় পড়াশোনার ফি তুলনামূলক কম, বছরে ১,৫০০–৪,০০০ ইউরোর মধ্যে।
জীবনযাপন ব্যয়ও সাশ্রয়ী, বিশেষ করে ছোট শহরগুলোতে।
সরকারি বৃত্তি ও স্টুডেন্ট ডিসকাউন্ট ব্যবস্থাও রয়েছে।
তবে পার্ট-টাইম কাজের সুযোগ তুলনামূলক সীমিত।
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
৬. দক্ষিণ কোরিয়া
এশিয়ার অন্যতম জনপ্রিয় গন্তব্য দক্ষিণ কোরিয়ায় টিউশন ফি তুলনামূলক বেশি হলেও স্কলারশিপের সুযোগ রয়েছে ভালো।
দক্ষিণ কোরিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য দুই ধরনের বৃত্তি সবচেয়ে জনপ্রিয়। প্রথমটি হলো সরকারি “Global Korea Scholarship (GKS)”, যেখানে কোরিয়ান সরকার টিউশন ফি, মাসিক ভাতা, বিমানভাড়া ও অন্যান্য খরচ বহন করে। দ্বিতীয়টি হলো বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তি, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজেরা দেয়। এসব বৃত্তিতে আংশিক বা পূর্ণ টিউশন ছাড় পাওয়া যায়, ফলে অনেক শিক্ষার্থী খুব কম খরচে পড়াশোনার সুযোগ পান।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে নির্দিষ্ট সময় পার্ট-টাইম কাজ করার অনুমতি পান। মাসিক জীবনযাপন খরচ গড়ে ৭০০–১,০০০ ডলার।