স্কলারশিপে এমবিএ করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আবাসন-টিউশন ফি মওকুফ-ভ্রমণ খরচসহ দেবে নানা সুবিধা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের  স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।
 
ইউনিভার্সিটি অব কেমব্রিজ হল যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। যেটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ও বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 

অধ্যয়নের ক্ষেত্র

অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এ ছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে এন্ট্রাপ্রেনিউরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি ৭৫ শতাংশ মওকুফ করবে;

*বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা;

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;

*ভ্রমণ খরচ প্রদান করবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদনের যোগ্যতা

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*অ্যাকাডেমিক ভালো ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ছবি;

*জিম্যাট স্কোরের সনদ;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি admissions@boustany-foundation.org এই ঠিকানায় পাঠাতে হবে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: অস্ট্রেলিয়ায় স্কলারশিপ পাওয়ার উপায়, সুযোগ-সুবিধাসহ নানা বিষয়

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।