৫৫ হাজার বেতনে চাকরি গণস্বাস্থ্য কেন্দ্রে, আবেদন অনলাইনে

গণস্বাস্থ্য কেন্দ্র
কমিউনিটি আউটরিচ অফিসার নিয়োগে আবেদন চলছে গণস্বাস্থ্য কেন্দ্র এমআইতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র এমআই। প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি আউটরিচ অফিসার’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মার্চ থেকে শুরু হয়েছে—চলবে ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র এমআই;

পদের নাম: কমিউনিটি আউটরিচ অফিসার;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৫৫,০০০—৬৫,০০০ টাকা;

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, বেতন ২৪,০০০—৩২,০০০

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ বিল, মোবাইল বিল, বিমা সুবিধা, সাপ্তাহিক ছুটি ২দিন, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, অসুস্থতাজনিত ছুটি, ভ্রমণ ভাতা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: টেকনাফ, উখিয়া, কক্সবাজার; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*প্রদর্শিত লেখা ও সম্পাদনা দক্ষতা, বিশেষ করে অনুদান প্রস্তাব এবং প্রকল্প প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে;

*এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, কোবো, গুগল মিট, জুম, টিমস ইত্যাদিতে দক্ষ হতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, পদ ২৭, দেবে আবাসন-যাতায়াত সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম