১১ শতাংশ বিদ্যালয়ে খাবার পানি ও ৯ শতাংশে ব্যবহার উপযোগী টয়লেট নেই

প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়  © ফাইল ছবি

দেশের ১১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানি এবং ৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী টয়লেট নেই। বুধবার (৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬ টি। এদের মধ্যে প্রতিবেদনে ৫৪ টি জেলার ৫৪ হাজার ৫১১টি বিদ্যালয়ের তথ্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দেশের ৫৪টি জেলার চার হাজার ৯৫১টি অর্থাৎ ৯ দশমিক ৮ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী কোনো ওয়াশ ব্লক, টয়লেট নেই। ব্যবহারের উপযোগী ওয়াশ ব্লক আছে ১৯ হাজার ৮১৬টি বা ৩৬ দশমিক ৩৫ শতাংশ বিদ্যালয়ে। ব্যবহার উপযোগী টয়লেট আছে ৩৯ হাজার ৯৬৮টি বা ৭৩ দশমিক ৭২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৪৮ হাজার ৪৭৪ টি অর্থাৎ ৮৮ দশমিক ৯৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা আছে। আর ৬ হজার ৩৭টি বা ১১ দশমিক ৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা নেই। এসব বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী নলকূপ বা পানির কোনো উৎস নেই।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রী হারাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া, প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫৪ হাজার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে। প্রায় ৯৬ শতাংশ বিদ্যালয়ে টয়লেট ওয়াশ ব্লক নিয়মিত হারপিক বা ফিনাইল দিয়ে নিয়মিত পরিষ্কার করা হয়।

এর আগে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য দেশের ৬৪ জেলার সব স্কুলগুলোর তথ্য জানতে চায় সংসদীয় কমিটি। এর প্রেক্ষিতে ৬৪টি জেলার ৫৪ হাজার ৫১১টি বিদ্যালয়ের তথ্য দেওয়া হয়েছে। বাকি ১০ জেলার তথ্য এখনো পাওয়া যায় নি। আগামী বৈঠকে অন্য জেলার স্কুলগুলোর তথ্য চেয়েছে সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম, ফেরদৌসি ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ