টি-টোয়েন্টির অধিনায়কের নাম জানালেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড  © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অধিনায়কত্বে পরিবর্তন আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের টি-২০ পারফরমেন্স অবনতির দিকে যাচ্ছে । গত চার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সফলতা নেই দলের। যে কারণে এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে অধিনায়ক পরিবর্তন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সাকিব ও মাহমুদউল্লাহসহ নেতৃত্বের ভাবনায় আছেন ৪ জন।

পাপন বলেন, 'আমাদের কাছে তিনটা নাম আছে। রিয়াদ আছে। সাকিব তো থাকবেই। এছাড়া আগে থেকেই আছে লিটন। এখন আবার নতুন নাম যোগ হয়েছে সোহান। অনেকেই বলছে, সে ভবিষ্যতের জন্য ভালো হবে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সঙ্গে তো কথা বলতে হবে। কিছু টার্মস এবং কন্ডিশন ঠিক করে নিতে হবে। এসবগুলো সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।'

পাপন আরও বলেন, যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। সে আদৌ এশিয়া কাপে খেলতে পারবে কি না সেটারও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: সবচেয়ে বেশি গালি খাওয়ার রেকর্ড রোনালদোর

তবে আবার মাহমুদউল্লাহকে দেওয়া হবে কি না বা পুরোনো কাউকে নেতৃত্ব দেওয়া হিবে কি না জানতে চাইলে পাপনের ব্যাখ্যা, এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলব না।

অধিনায়ক কে হবেন তার সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল এবং তাদের সঙ্গে আলাপও যে হয়ে গেছে তা বিসিবি সভাপতির কথা থেকে পরিষ্কার। তবে আলোচনা এখানেই শেষ নয়। আরও আলাপের পরই মিলবে নতুন অধিনায়কের দেখা, জানালেন পাপন। আর সেটা হবে এশিয়া কাপের দল ঘোষণার সময়।

বিসিবি সভাপতি বলেন, একসঙ্গে দল (এশিয়া কাপ) ও নেতৃত্ব দুটোই আপনারা জানবেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানানো হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।

 


সর্বশেষ সংবাদ