ঈদ শুভেচ্ছায় কেন বলবেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’?

ঈদের কোলাকুলি
ঈদের কোলাকুলি  © সংগৃহীত

ঈদুল ফিতর ও ঈদুল আজহা। দুইটি ঈদ মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ও ইবাদত। পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের এ উৎসব। ঈদের দিন ধনি-গরিবের ভেদাভেদ থাকে না। সবাই কাঁধে কাঁধ মেলানো, উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া, পরস্পর মিলে-মিশে খাবার গ্রহণ ইত্যাদি মুসলমানদের ঐতিহ্য। কারও যখন জন্মদিন আসে তখন আমরা শুভ জন্মদিন বলি, আবার যখন কারও বিবাহের একবছর পূর্ণ হয় তখন আমরা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে দেখি, ঠিক অনুরুপভাবে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে শুনি। তবে এটার প্রচলন বা এটা বলা কবে থেকে শুরু হলো সেটা আমরা অনেকেই জানি না।

ধর্মীয় রীতিমতে, ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। তবে শুভেচ্ছা বিনিময় রাসূল (স.) ও তার সাহাবায়ে কেরাম যেভাবে শুভেচ্ছা বিনিময় করতেন। জুবাইর ইবনু নুফাইর (রা.) বর্ণিত। তিনি বলেন, নবীজী (সা.) এর সাহাবোয়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন  'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভাল কাজ কবুল করুক। (ফাতহুল কাদির, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৫১৭)

হযরত খালিদ বিন মা’দান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াছিলা বিন আসক্বাহ (রা.) এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করলাম। তখন আমি তাকে বললাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তখন তিনি বললেন, হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। ওয়াছিলা আরো বললেন; আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদের দিন সাক্ষাৎ করেছিলাম। তখন বলেছিলাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। তখন তিনিও বলেছিলেনঃ হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকা। [সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৬২৯৪, মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-৩২৫৫] ইবনুত তুরকুমানী (র.) বলেন;

قلت في هذا الباب حديث جيد اغفله البيهقى وهو حديث محمد بن زياد قال كنت مع ابى امامة الباهلى وغيره من اصحاب النبي صلى الله عليه وسلم

فكانوا إذا رجعوا يقول بعضهم لبعض تقبل الله منا ومنك * قال احمد بن حنبل اسناده اسناد جيد

আমার বক্তব্য হলো, এ বিষয়ে জাইয়্যিদ হাদীসও রয়েছে। যা ইমাম বায়হাকী রহঃ উল্লেখ করেননি। সেটি মুহাম্মদ বিন যিয়াদ-এর হাদীস। তিনি বলেছেন, আমি আবু উমামা বাহিলী রাঃ ও অন্যান্য সাহাবীদের পরস্পর (ঈদের নামায থেকে) ফিরে যাবার সময় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলতে শুনেছি। আর ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ বলেছেন, এ হাদীসের সনদটি জাইয়্যিদ। [আলজাওহারুন নাকী আলাস সুনানিল বায়হাকী-৩/৩১৯]


সর্বশেষ সংবাদ