নিখোঁজের ৪ ঘণ্টা পর প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

নিহত গাজী আবদুর রউফ
নিহত গাজী আবদুর রউফ  © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের ৪ ঘণ্টা পর বাড়ির পুকুর থেকে বানাই রাবেয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুর রউফের (৮৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গাজী বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আবদুর রউফ উপজেলার দক্ষিণ ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আরও পরুন: এবার জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন বেলায়েত।

গাজী আবদুর রউফের স্ত্রী সাবেক ইউপি মেম্বার হোসনেয়ারা গাজী জানান, সোমবার দুপুর ২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান তিনি। দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় পুকুর পাড়ে খুঁজতে যান তিনি। পুকুরের একপাশে জুতা এবং লুঙ্গি-গামছা পড়ে থাকতে দেখেন তিনি।

এ ঘটনায় বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘসময় পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

কাঁঠালিয়া থানার উপপরিদর্শক মাহামুদ হোসেন জানান, বয়োজ্যেষ্ঠ এই মুক্তিযোদ্ধা দু'বার স্ট্রোক করেছেন। হয়তো শ্যাওলা পড়া ঘাটে পা পিছলে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।


সর্বশেষ সংবাদ