বিওয়াইএলসির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন তাহসিনাহ আহমেদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২২, ১১:৫৭ PM , আপডেট: ১৫ জুন ২০২২, ১১:৫৭ PM
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তাহসিনাহ আহমেদ। মঙ্গলবার (১৪ জুন) বিওয়াইএলসির এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, ১৫ জুন (বুধবার) থেকে তিনি এই পদে যোগদান করবেন।
তাহসিনাহ ৩০ বছর ধরে উন্নয়ন খাতে কাজ করছেন। তিনি সেভ দ্য চিলড্রেন ইউএসএ, ব্র্যাক, ইউসেপ বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশসহ বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।
বিওয়াইএলসি জানিয়েছে, উন্নয়ন সেক্টরে প্রায় তিন দশকের পেশাগত অভিজ্ঞতা নিয়ে তাহসিনাহ বিওয়াইএলসিতে এসেছেন। তিনি ইউসেপ বাংলাদেশ প্রথম মহিলা নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠা ও নেতৃত্ব দিয়েছেন।
বিওয়াইএলসি সভাপতি ও প্রতিষ্ঠাতা এজাজ আহমেদ বলেন, আমি নিশ্চিত যে তাহসিনাহ বিওয়াইএলসিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) হচ্ছে দেশের প্রথম নেতৃত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান। যার লক্ষ্য হচ্ছে বিভিন্ন মাধ্যমের তরুণদের মধ্যে সংযোগ গড়ে তোলা, এবং সঠিক নেতৃত্ব প্রশিক্ষণের মাধ্যমে তাদের সরকারি, বেসরকারি এবং বিভিন্ন অলাভজনক খাতে কাজ করতে যোগ্য করে গড়ে তোলা।এর সাথে সারা বিশ্বের সমাজব্যবস্থায় সমৃদ্ধি, ন্যায়বিচার, এবং সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করা।