শিক্ষার মান ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছি: শিক্ষা উপমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:৩৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২২, ০৯:৩৬ PM
সরকার দেশের শিক্ষা মান ঊর্ধ্বমুখি করতে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (১২ মার্চ) দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ। এজন্য গবেষণার প্রয়োজন। আমাদের শিক্ষার মান ঊর্ধ্বমুখী করার চেষ্টা আমরা করছি। বস্তুত এই শিক্ষার মান বাড়াতে যথাযত মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সিলেবাসও হতে হবে আন্তর্জাতিক।
এদিন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নওফেল আরও বলেন, শিক্ষার্থীদের অবশ্যই কর্ম উপযোগী শিক্ষা প্রদান করতে হবে। তাদের নতুন কিছু শেখার মানসিকতা অর্জন করতে হবে। তাদেরকে কর্ম উপযোগী হওয়ার জন্য প্রেজেন্টেশন ও যোগাযোগসহ বিভিন্ন দক্ষতাও আয়ত্তে আনতে হবে। ভবিষ্যতে শিক্ষকদের নিয়ে বিভাগভিত্তিক ও ক্লাস্টারভিত্তিক মতবিনিময় সভা আয়োজন করা হবে।
আরও পড়ুন: অনলাইনে অপপ্রচারকারীদের প্রতিহত করতে হবে: নওফেল
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বেসরকারিভাবে। ইতালির বোলনা শহরে সর্বপ্রথম বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত বিশ্বের মধ্যে বহু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের কাজ হলো জ্ঞান বিতরণ করা আর এই জ্ঞান হলো সভ্যতার ভিত্তি।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক প্রমুখ।