কম্পিউটার কিনলে সয়াবিন তেল ফ্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন   © টিডিসি ফটো

সয়াবিন তেল নিত্যদিনের একটি অংশ। ব্যক্তিজীবনে অধিকাংশ রান্নাতেই তেলের আবশ্যিক প্রয়োজন রয়েছে।

দেশজুড়ে তেল নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তেলের এই হাহাকারে ব্যবসায়ীরাও নতুন নতুন ফন্দী নিয়ে হাজির হচ্ছেন।

সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলকে ঘিয়ে নানা রকমের ঘটনার সূচনাও হয়েছে। টিসিবির ট্রাককে ঘিরে দীর্ঘ লাইন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে টিসিবির ন্যায্যমূল্যে পণ্যের জন্য সিরিয়াল দেওয়া! মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কারা সেই লাইনে নেই! চারিদিক জুড়ে তেল! তেল আহাজারি।

এইতো কিছুদিন পূর্বের ঘটনা। ঠাকুরগাঁয়ে এক বিক্রেতাকে স্যালাইনের ফোঁটা ফোঁটা তেল দিয়ে পরোটা ভাঁজছেন। যা রীতিমতো দেশব্যাপী আলোচিত ঘটনা। কারোরই এই ঘটনা অজানা নয়।

এবার দেশবাসীর জন্য নতুন খবর। কম্পিউটার কেনার সঙ্গে সয়াবিন তেল ফ্রি’র অফার পেয়েছে দেশবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যা রীতিমতো নতুন আলোচনার জন্ম দিয়েছে। চোখ এড়িয়ে যায়নি তরুণ থেকে বৃদ্ধের।

আরও পড়ুন : পরিচয় গোপন করায় সানি লিওনের বাংলাদেশ সফর বাতিল: তথ্যমন্ত্রী

শুক্রবার (১১ মার্চ) ‘স্কাইল্যান্ড কম্পিউটার বিডি’ নামের একটি ফেসবুক পেইজে একটি বিজ্ঞাপন দেখা যায়।

বিজ্ঞাপনে বলা হয়েছে, একটি রাইজেন প্রসেসর ও মাদারবোর্ড কিনলে পাঁচ লিটার সয়াবিন তেল ফ্রি দেওয়া হবে।

পোস্টটি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। যদিও অনেকেই হাহা রিঅ্যাকশন দিচ্ছে, কেউ কেউ কৌতুকও করছে। অনেকেই নিজস্ব মতাদর্শে নানাবিধ কমেন্ট করছেন, কমেন্ট সেকশনে ইমোজিও কম নয়।

অনেকেই বলেছেন, কয়েক দিন পর তেল নিয়ে গ্রাহকরা আরও আপগ্রেডেড ভার্সনের কম্পিউটার সামগ্রী কিনতে আসবেন।

তবে প্রতিষ্ঠানটির মালিক সাদ্দাম হোসাইন সানি জানালেন, অনেক সময়ই এক বা দুই হাজারের ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। তেলের দাম ঊর্ধ্বমুখী, নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যটি কেনা দুরূহ হয়ে উঠছে। ভাবলাম, আমাদের এ অফার গ্রাহকদের কাজে দেবে। আমাদেরও বিক্রি বাড়বে।


সর্বশেষ সংবাদ