তুরস্কের ‘হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০১:৩৭ PM , আপডেট: ০৭ মার্চ ২০২২, ০১:৩৭ PM
তুরস্কের ইস্তাম্বুলের উস্কুদার ইউনিভার্সিটি 'হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড' পেলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর আগে এই পুরস্কার পেয়েছেন মাত্র ছয় জন বিশিষ্ট ব্যক্তি।
গত ৪ মার্চ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে উক্ত পুরস্কার প্রদান করা হয়। ড. ইউনূস স্বশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রফেসর আজিজ আকগুল।
ড. ইউনূসের হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্তির খবর নিশ্চিত করেছে ঢাকাস্থ ইউনূস সেন্টার। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে রোববার ইউনূস সেন্টার জানিয়েছে- এই পুরষ্কার কারা পাবেন তা উস্কুদার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিটি অত্যন্ত মনোযোগ সহকারে ‘২৪ গোল্ডেন ভ্যালুস’ অনুযায়ী মূল্যায়ন করে থাকে।
আরও পড়ুন: এক বছরের মাস্টার্স তিন বছরেও শেষ হলো না
উস্কুদার ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে- হাই হিউম্যান ভ্যালুস অ্যাওয়ার্ড ‘২৪ গোল্ডেন ভ্যালুস’ বাঁচিয়ে রাখার জন্য স্ব স্ব ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রদান করা হয়ে থাকে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন।
১৯৭৮ থেকে অধ্যাপক ইউনূস নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০২১ সাল পর্যন্ত ড. ইউনূস প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। এ যাবৎ সারা পৃথিবীর ৬২টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছ।