৫ হাজার ভিসা ইস্যু করাতে রোমানিয়ার দল বাংলাদেশ আসছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ PM
ইউরোপের দেশ রোমানিয়া আগামী মাসে বাংলাদেশে ৬ সদস্যের একটি কনস্যুলার প্রতিনিধি দল পাঠাচ্ছে। তারা এ সফরে পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস না থাকায় এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: বইমেলায় টিকার সার্টিফিকেট ছাড়া খাবার নয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণায় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকায় মিশন পাঠিয়ে অস্থায়ী কনস্যুলার সেবা প্রদানের আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় এখন রোমানিয়া সরকার এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয়।