বগুড়ায় ৪ হাজার ৬৪০ মাদ্রাসা শিক্ষার্থী পেল করোনা টিকা

করোনা টিকা
করোনা টিকা   © সংগৃহীত

বগুড়ায় কওমি মাদ্রাসার ৪ হাজার ৬৪০ জন শিক্ষার্থীকে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। জেলার আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসা, জামেয়া আরাবিয়া শামছুল উলুম (কারবালা) মাদ্রাসা ও আল-জামিয়াতুল ইসলামিয়া খাতুনে জান্নাত (রাঃ) বালিকা মাদ্রাসায় বুথ বসিয়ে এই টিকা দেয়া হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এতে জেলার প্রায় সবগুলো উপজেলার কওমি শিক্ষার্থীদের টিকাদানের ব্যবস্থ্যা করা হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সামির হোসেন বলেন, “আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি যাতে একদিনেই কওমি মাদ্রাসার সব শিক্ষার্থীদের ১ম ডোজ টিকা দেওয়া যায়। মোটামুটিভাবে সফল হয়েছি আমরা। তবুও যারা টিকা পায়নি তাদের জন্য পরবর্তীতে টিকার ব্যবস্থা করা হবে।

উক্ত কার্যক্রমে ১২-১৭ বছর বয়সী ৩ হাজার ৩০০ জনকে ফাইজার টিকা এবং ১৮ বছরের উপরের ১ হাজার ৩৪০ জন শিক্ষার্থীকে সিনোভ্যাক্সের টিকা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ