০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের প্রথম জানাজা সম্পন্ন

নামাজে জানাজা  © সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররমে হাজারো মুসুল্লির অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা সালাহউদ্দিন।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

তার বড় শ্যালক হাবিবুর রহমান গতকাল জানান, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর প্রথম জানাজা শেষে জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। মরহুম সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান।

আরও পড়ুন: বৃষ্টি কবে যাবে জানাল আবহাওয়া অফিস

প্রসঙ্গত, ২০০৯ সালের ২রা জানুয়ারি মাওলানা সালাহউদ্দিনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ২০০৬ সালে বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ নুরুদ্দীন।