সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট ৭ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ PM
দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদের শেষ ধাপের ভোট গ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করে।
আরও পড়ুন: ভিসি-ট্রেজারার নেই ৬৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ৮৫টিতে নেই প্রো-ভিসি
এর আগে গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পঞ্চম ধাপে আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্টার্টআপের মধ্যে সেরা বুয়েটের অক্সিজেট
করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রথম ধাপে চলতি বছরের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ হয়।