লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  © সংগৃহীত

লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (৩ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার একটি স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, স্কুলের অবস্থা জরাজীর্ণ ছিল। চেয়ার-টেবিল ছিল না। চারদিকে অথৈ পানি, নৌকা না পেলে কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম।

এখন অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়ে মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা এখন ইউনিফর্ম পরে চমৎকার দালানে লেখাপড়া করে। সেই সঙ্গে যোগাযোগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অবস্থার এমন পরিবর্তনের সব কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের নব নির্বাচিত এমপি মো. আবুল হোসেন খানকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ