প্রতিহিংসা ভুলে খালেদাকে বিদেশে পাঠান: লেবার পার্টি ও গণসংহতি

বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া   © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দিতে সরকারকে আহবান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি ও গণসংহতি আন্দোলন। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পৃথক বিবৃতিতে দল দু’টির নেতৃবৃন্দ এ আহবান জানান। 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। তার অবস্থা সংকটাপন্ন বিধায় সরকারের কাছে অনুরোধ সকল প্রতিহিংসাপরায়ণতা, সংকীর্ণতা, দল ও ব্যক্তিস্বার্থ পরিহার করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি প্রদান করুন। 

লেবার পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আশংকা করছি, বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের বিলম্ব ও অজুহাত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। 

গণসংহতি আন্দোলনের পক্ষে বিবৃতি দেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

যৌথ বিবৃতিতে তারা বলেন, অতি জরুরিভাবে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে বা বিদেশে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী সুচিকিৎসার সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব। 


সর্বশেষ সংবাদ