পূজা উদযাপন কমিটি

‘কোনো মুসলমান কিংবা হিন্দু মন্দিরে কোরআন রাখতে পারে না’  

অসাম্প্রদায়িক বাংলার দৃশ্য
অসাম্প্রদায়িক বাংলার দৃশ্য  © ছবি : সংগৃহীত

এবার দুর্গাপূজায় কুমিল্লা ও চাঁদপুরসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, কোনো মুসলমান কিংবা কোনো হিন্দু মন্দিরে কোরআন রাখতে পারে না। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের কাজ করা হয়েছে। 

বক্তারা বলেন, সকলে সমানভাবে ধর্ম পালন করবে- এই সাংবিধানিক অধিকার আমরা পালন করতে পারছি না। আমরা এ অবস্থার অবসান চাই।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা বক্তব্য দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি। গত ১২ বছর ধরে অসাম্প্রদায়িক বাস্তবায়নের কথা বলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের বক্তব্য অন্তঃসারশূন্য। এ সবগুলো ঘটনায় সরকারকে জবাব দিতে হবে।


সর্বশেষ সংবাদ