বিদ্যালয়ের ছাদে উড়ছে ছেঁড়া পতাকা

বিদ্যালয়ের ছাদে উড়ছে ছেঁড়া পতাকা
বিদ্যালয়ের ছাদে উড়ছে ছেঁড়া পতাকা  © সংগৃহীত

সিলেট নগরীর ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বিল্ডিংয়ে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। অভিযোগ রয়েছে, আইনের তোয়াক্কা না করে দিন-রাত ২৪ ঘণ্টায় উড়তে থাকে এ পতাকা। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর তিনটায় সরেজমিনে সিলেট নগরীর মানিকপীর (র.) মাজার সংলগ্ন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের ভবনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

তবে স্কুল পরিচালনার সাথে সংশ্লিষ্ট আব্দুল ওয়াদুদ তফাদারের দাবি, এই পতাকা স্কুলের পক্ষ থেকে টানানো হয়নি। স্কুলের তৃতীয় তলায় ওই ভবনের মালিক বসবাস করেন। তাদের পরিবারের কেউ না বুঝে পতাকাটি লাগিয়ে রেখেছেন।

সরকারি নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে।

এদিকে, স্কুল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ গণমাধ্যমকে বলেন, জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতার প্রতীক। এই পতাকার যথাযথ সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।


সর্বশেষ সংবাদ