জয়পুরহাটে চাউলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল

 সমাজতান্ত্রিক ক্ষেতমজুর  ও কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর  ও কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর  ও কৃষক ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখা। 

মঙ্গলবার ( ৩১ আগস্ট) সকালে জয়পুরহাট জেলা শহরের চিনিকল রোর্ড এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

জেলা ক্ষেতমজুর  ও কৃষক ফ্রন্টের সদস্য উৎপল দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতমজুর ও কৃষষ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ পারভেজ, সদস্য সানোয়ার হোসেন, কৃষক ফ্রন্টের সদস্য সুন্দরী ওরাঁ প্রমূখ।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা সিপিবি'র (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) সাধারণ সম্পাদক এম রশিদ।

সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারীতে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরমধ্য মানুষের  নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি মরার উপর খাঁর ঘা। বাজার নিয়ে সিন্ডিকেট করার মানে জনগণের পকেট কাটা। কর্মহীন মানুষের জন্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরী করতে হবে। গ্রামীণ রেশনিং চালু করতে করতে।


সর্বশেষ সংবাদ