চট্টগ্রামে জলাবদ্ধতা, ড্রেনে পড়ে নিমিষেই একজন নিখোঁজ (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৯:০০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২১, ০৯:০০ PM
বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যা কোনোভাবেই কাটছে না। এবার চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলোকবহর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম সালেহ আহমেদ। তিনি পেশায় সবজী ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ বুধবার সকালে আনুমানিক ৫৫ বছর বয়সী সালেহ রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। স্থানীয়রা এ সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান চললেও সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন: বন্ধ হলো পাবজি ও ফ্রি ফায়ার গেইম
ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের লিডার বিপ্লব কান্তি নাথ বলেন, 'রাস্তায় জলাবদ্ধতার কারণে লোকটি ড্রেন দেখতে পাননি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।'
রাতে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করব ফায়ার সার্ভিস।