পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের জয়শঙ্করের চিঠি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০১:০২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০১:০২ PM
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে বলেছেন, বাংলাদেশ আমাদের দুর্যোগ প্রতিরোধ কোয়ালিশনে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা আনন্দিত। আমাদের অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ও হ্রাসের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পন্ন সমঝোতা স্মারক-এমওইউ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এ উদ্যোগ দু’দেশকে ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকতে সাহায্য করবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
চিঠিতে ড. জয়শঙ্কর বলেন, দুর্যোগ প্রতিরোধে একে অপরকে সহায়তা প্রদান এখন সময়ের প্রয়োজন। ড. জয়শঙ্কর মহারাষ্ট্রে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক বার্তা পাঠানোয় ড. মোমেনকে ধন্যবাদ জানান।