প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শামসুল আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৬:৫১ PM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৮:৪৪ PM
টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ড. শামসুল আলমকে প্রতিমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে শামসুল আলমকে দফতর দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
ড. শামসুল আলমের শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা এখন ২০। সংসদ সদস্য না হওয়ায় তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় আরও দু'জন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। সর্বশেষ ২০২০ সালের ২৪ নভেম্বর বর্তমান মন্ত্রিসভা সম্প্রসারণ হয়েছিল।