মেডিকেলের ফল বাতিল চেয়ে করা রিটের শুনানি আজ

হাইকোর্ট
হাইকোর্ট   © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল 'ত্রুটিপূর্ণ' উল্লেখ করে এটি বাতিলে করা রিটের বিষয়ে আজ মঙ্গলবার (২৫ মে) আদেশ দেবেন আদালত।

গতকাল সোমবার রিট আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এস এম মুনির ও ডেপুটি অ্যাটর্নি৷ জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ১৯ মে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ত্রুটিপূর্ণ দাবি করে আদালতে রিট করা হয়। রিটে স্বাস্থ মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ঠিক একদিন পরই ৪ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।


সর্বশেষ সংবাদ