উপবৃত্তির টাকা তুলতে ক্যাশ আউট চার্জ নেয়া যাবে না

লোগো
লোগো  © ফাইল ফটো

৬ষ্ঠ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বৃত্তির টাকা পাঠানো হয়েছে। এই টাকা তুলতে বাড়তি ক্যাশ আউট চার্জ না নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (১৯ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

এদিকে এই কর্মসূচির স্কিম পরিচালক মোর্তুজা মামুন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি শিক্ষার্থী-অভিভাবকদের টাকা তোলার কথা বলেছেন। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এই টাকা তুলতে কোনো ক্যাশআউট চার্জ না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ১ হাজার ২০০ টাকা, অষ্টম শ্রেণিতে এক হাজার ৫০০, নবম শ্রেণিতে ১ হাজার ৮০০, দশম শ্রেণিতে ২ হাজার ৮০০ এবং দ্বাদশ শ্রেণিতে ২ হাজার ৪০০ টাকা পাবেন।


সর্বশেষ সংবাদ