হেফাজতের নায়েবে আমির ও খেলাফত মজলিস নেতা ড. কাদের গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৯:০৪ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২১, ০৯:০৪ PM
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম সংবাদমাধ্যমে বলেন, ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং সাম্প্রতিক সহিংসতার মামলাও রয়েছে। এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন।
খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ ইসহাক এক বিবৃতিতে আব্দুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে তাঁর দলের মহাসচিবের মুক্তি দাবি করেছেন।